Kali Puja 2025 Time | কালীপুজো ২০ না ২১ অক্টোবর? পঞ্জিকা মতে শুভ সময়ই বা কখন? দেখে নিন একনজরে

Wednesday, October 15 2025, 5:23 am
highlightKey Highlights

পুজোর শুভক্ষণ (নিশীথকাল): ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।


বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কালীপুজোর তারিখ: ২০ অক্টোবর, ২০২৫, সোমবার। অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, সোমবার, দুপুর ৩টে ৪৫ মিনিটে। অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৫টা ৫৪ মিনিট। পুজোর শুভক্ষণ (নিশীথকাল): ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে শুরু হয়ে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত। মোট ৫০ মিনিট পুজোর শুভ সময়। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী কালীপুজোর তারিখ: ২০ অক্টোবর, ২০২৫, সোমবার। অমাবস্যা শুরু: ২০ অক্টোবর, সোমবার, দুপুর ২টো ৫৭ মিনিটে, শেষ ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৪টে ২৬ মিনিটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File