Tejpal Singh | প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ তরুণ কবাডি খেলোয়াড়, লুধিয়ানায় মৃত তেজপাল সিং

Friday, October 31 2025, 4:46 pm
highlightKey Highlights

২৬ বছর বয়সি কবাডি খেলোয়াড় তেজপাল সিংকে শুক্রবার দুপুরে গুলি করে খুন করা হয়েছে।


শুক্রবার দুপুরে পাঞ্জাবের লুধিয়ানায় ২৬ বছর বয়সি কবাডি খেলোয়াড় তেজপাল সিংকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়েছে। সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ লুধিয়ানার এসএসপি ও ডঃ হরি সিং হান্স প্রসূতি সদনের কাছাকাছি রাস্তায় তেজপাল এবং তাঁর ভাইকে ঘিরে ধরে জাগরাওঁরই রুমি গ্রামের বাসিন্দা দুই ভাই কালা ও হানি। বচসার মাঝামাঝি তেজপালকে লক্ষ্য করে গুলি চালায় তাঁরা। ঘটনাস্থলেই ওই খেলোয়াড়ের মৃত্যু হয়। গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। তল্লাশি শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File