Jyotipriya Mallick | রবির সন্ধ্যায় নিজের বাড়িতেই আক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেপ্তার মানসিক ভারসাম্যহীন যুবক
Sunday, November 2 2025, 5:30 pm
Key Highlightsহঠাৎ করেই তাঁর উপর এক যুবক হামলা করে বলে অভিযোগ। যদিও কোনও রকমে বেঁচে যান তৃণমূল নেতা।
এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজের সল্টলেকের বাড়িতে একটি বৈঠক করছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, ভরসন্ধ্যায় তাঁর ওপর অতর্কিতে হামলা করে এক যুবক। কোনও রকমে রক্ষা পেয়ে যান তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা যুবককে ধরে ফেলেন। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক অভিষেকের হাবড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। ঘটনায় প্রশ্নের মুখে বিধায়কের নিরাপত্তা।
- Related topics -
- শহর কলকাতা
- সল্টলেক
- হাবড়া
- বিধায়ক
- তৃণমূল নেতা
- তৃণমূল সাংসদ
- তৃণমূল কংগ্রেস
- আহত

