Yashwant Varma | এলাহাবাদ উচ্চ আদালতে বিচারপতি হিসাবে শপথগ্রহণ করলেন নগদকাণ্ডে জড়ানো বিচারপতি ভর্মা!
Saturday, April 5 2025, 1:07 pm

উত্তরপ্রদেশের এলাহাবাদ উচ্চ আদালতে বিচারপতি হিসাবে শপথগ্রহণ করলেন নগদকাণ্ডে জড়ানো বিচারপতি যশবন্ত ভর্মা।
উত্তরপ্রদেশের এলাহাবাদ উচ্চ আদালতে বিচারপতি হিসাবে শপথগ্রহণ করলেন নগদকাণ্ডে জড়ানো বিচারপতি যশবন্ত ভর্মা। তবে বিচারপতিকে কোনও রকম বিচার প্রক্রিয়ার কাজের সঙ্গে যুক্ত করা হতে পারবেন না। দিন কয়েক আগে দিল্লিতে তাঁর বিলাসবহুল বাংলোয় আগুন লেগে যায়। সেই আগুন নেভাতে দমকল ও পুলিশ এলে, উদ্ধার হয় কারি কারি নগদ। তারপরই তড়িঘড়ি বিচারপতি ভর্মার বিরুদ্ধে তদন্তে নামে সুপ্রিম কোর্টের কলোজিয়াম। সিদ্ধান্ত নেওয়া হয়, দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিকে পাঠিয়ে দেওয়া হবে এলাহাবাদ হাইকোর্টে। সঙ্গে চলবে তাঁর বিরুদ্ধে তদন্ত।
- Related topics -
- দেশ
- ভারত
- এলাহাবাদ
- বিচারপতি
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত