Justice Verma | নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতির নাম ছিল সিবিআইয়ের খাতায়! ব্যাঙ্ক প্রতারণা কেসে জড়িয়েছিলেন ভার্মা

দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে প্রচুর নগদ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। ২০১৮ সালের একটি মামলায় সিবিআইয়ের এফআইয়ারের তালিকায় নাম ছিল এই বিচারপতির।
গত সপ্তাহেই দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগে। দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও তাঁর বাড়ি থেকে প্রচুর নগদ টাকা উদ্ধার হয়। পুলিশ এসে তদন্ত শুরু করতে পরিবারে কেউই ওই অর্থ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। সম্প্রতি জানা গিয়েছে, ২০১৮ সালের একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় বিচারপতি ভার্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। অভিযোগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নীতি না মেনে নিজ সংস্থাকে সর্বমোট ৯০০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন তিনি।