Justice Surya Kant | ভারত পেল ৫৩তম প্রধান বিচারপতি! শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত!

সোমবার ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত।
সোমবার ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিচারপতি সূর্য কান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রায় ১৫ মাস, ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন তিনি। এদিন রাষ্ট্রপতিভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। উল্লেখ্য, রবিবারই অবসর নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি গাভাই।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রধান বিচারপতি
- বিচারপতি
