Supreme Court | সোমে শপথবাক্য পাঠ জাস্টিস জয়মাল্য বাগচির, গদিতে বসেই শুনবেন আর জি কর মামলা!
Sunday, March 16 2025, 4:50 pm

সুপ্রিম কোর্টে যোগদানের প্রথম দিনে আর জি কর মামলা শুনতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি!
দিল্লি পৌঁছেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। শীর্ষ আদালতের নিয়ম অনুযায়ী,আদালতে যোগ দেওয়া নতুন বিচারপতিকে প্রথম দিন প্রধান বিচারপতির বেঞ্চে বসিয়ে হাতে কলমে শীর্ষ আদালতের কাজকর্মের পাঠ দেন প্রধান বিচারপতি। রীতি মেনে সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে বসবেন বিচারপতি বাগচি। কাকতালীয়ভাবে সেদিনই বেলা সাড়ে ১১টা নাগাদ আর জি কর মামলার শুনানি শুরু হওয়ার কথা। ফলে এই মামলা শুনবেন বিচারপতি বাগচিও।