Death during practice | মর্মান্তিক প্রাকটিস সেশন, রাজস্থানে ২৭০ কেজি ওজনের রড ঘাড়ে পড়ে মৃত্যু সোনাজয়ী পাওয়ারলিফটারের
Wednesday, February 19 2025, 6:11 pm
Key Highlightsরাজস্থানের বিকানেরের ১৭ বছর বয়সি পাওয়ারলিফটার ইয়াস্তিকা আচার্য। মঙ্গলবার একটি প্রশিক্ষণ সেশনের সময় ২৭০ কেজি ওজনের রড গলায় পড়ে মারা যান তিনি।
প্রতিভাবান ক্রীড়াবিদের মর্মান্তিক পরিণতি। রাজস্থানের বিকানেরে অনুশীলনের সময় ঘাড়ে ২৭০ কেজি ওজনের রড পড়ে মৃত্যু হলো পাওয়ারলিফটার ইয়াস্তিকা আচার্যর। ১৭ বছর বয়সি এই পাওয়ারলিফটার জুনিয়র ন্যাশনাল গেমসে স্বর্ণপদক জয় করেছিলেন। সূত্রের খবর, এদিন নিজের প্রশিক্ষকের সাথে পাওয়ারলিফটিং প্র্যাকটিস করছিলেন ইয়াস্তিকা। ২৭০ কেজির রড নিয়ে প্র্যাকটিসের সময় হঠাৎ হাত পিছলে যায় তাঁর। রডটির আঘাতে ইয়াস্তিকার গলা ভেঙে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় শোকের ছায়া ক্রীড়ামহলে।
- Related topics -
- খেলাধুলা
- জাতীয় পুরস্কার
- ক্রীড়াবিদ
- রাজস্থান
- দেশ
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু

