R G Kar | স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, বিশাল মশাল মিছিলের ডাক নাগরিক মঞ্চের

Friday, September 20 2024, 11:56 am
highlightKey Highlights

স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা।


স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবারের মিছিল থেকে বারাবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি। সিবিআইয়ের কাছে বিচার চেয়েও ওঠে স্লোগান। পাশাপাশি তাদের সব দাবি না মিটলে ফের তাঁরা অবস্থানে ফিরবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে বিশাল মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফেও। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল। মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক। পথে নেমেছেন অনেক শিল্পী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File