R G Kar Protest | 'রাত দখলে'র ডাক দুর্গাপুজোতেও, 'তিলোত্তমা'র বিচারের দাবিতে মহালয়ার ভোর ও অষ্টমীর রাত ‘দখল'

Thursday, September 26 2024, 1:36 pm
highlightKey Highlights

'তিলোত্তমা'র বিচারের দাবিতে মহালয়ার ভোর ও অষ্টমীর রাত দখলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা।


দুর্গাপুজোতেও 'তিলোত্তমা'র বিচারের দাবিতে 'রাত দখলে'র ডাক। মহালয়ার ভোর ও অষ্টমীর রাত দখলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। এদিন জুনিয়র ডক্টরস ফোরামের তরফে মহালয়ার ভোর ও অষ্টমীর দখলের ডাক দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগের মতোই এবারও যাতে সবমহলের মানুষ এই ডাকে সাড়া দেন সেই আহ্বানও জানানো হয়েছে। উল্লেখ্য, প্রথম 'রাত দখলে'র আহ্বান জানানো হয় ১৪ই আগস্ট, স্বাধীনতা দিবসের রাতে। সেই রাতে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন গোটা বিশ্বের অসংখ্য মানুষ।  




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File