Junior Doctor | আমরণ অনশনের জেরে আশঙ্কাজনক অবস্থা জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর, তৈরী অ্যাম্বুলেন্স ও আইসিইউ
Thursday, October 10 2024, 12:19 pm

উৎসবের মধ্যেও চলছে আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আমরণ অনশন।
উৎসবের মধ্যেও চলছে আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আমরণ অনশন। তবে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। কিডনি ও লিভারে প্রভাব পড়েছে। ইতিমধ্যেই অনিকেতের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, আইসিইউ। কিন্তু তিনি হাসপাতালে যেতে চাইছেন না বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ধর্মতলায় ১০ দফা দাবি নিয়ে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিও আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন।
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা