জোড়াবাগান কাণ্ডে একজনকে আটক করল পুলিশ, চারতলার সিঁড়ি থেকে উদ্ধার হয় ৮ বছরের বালিকার মৃতদেহ
Friday, February 5 2021, 8:21 am

জোড়াবাগানে ৮ বছরের বালিকা খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ ওই খুনের ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশ সূত্রে খবর, যে বাড়ি থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়, সেই বাড়ির কেয়ারটেকারের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে জোড়াবাগানে মামার বাড়ির কাছে একটি বাড়ির চারতলার সিঁড়ি থেকে উদ্ধার হয় ৮ বছরের ওই বালিকার মৃতদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান করছে, প্রথমে তাকে মারধর করা হয়, তারপর চলে শ্বাসরোধ করে খুনের চেষ্টা। মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরি দিয়ে আঘাত করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- জোড়াবাগান
- খুন
- শিশুমৃত্যু
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।