বারাণসীতে ‘সত্যমেব জয়তে ২’ ছবির শ্যুটিংয়ে আহত অভিনেতা জন আব্রাহাম।
Friday, December 25 2020, 3:13 pm
Key Highlights
বারাণসীতে ‘সত্যমেব জয়তে ২’ ছবির শ্যুটিং করতে গিয়ে বৃহস্পতিবার আহত হলেন অভিনেতা জন আব্রাহাম। চিকিৎসার জন্য চিতিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। একটি অ্যাকশন দৃশ্য শ্যুট করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান অভিনেতা। জানা যাচ্ছে, অভিনেতার হাতের এক্স-রে করানো হয়েছে। রিপোর্ট বলছে, কোনও গুরুতর চোট পাননি অভিনেতা। প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। লখনউতে প্রায় ২ মাস শ্যুট করার পর বুধবার বারাণসী এসে পৌঁছেছিলেন জন। সেখানে চেত সিং ফোর্ট-এ শ্যুটিং চলছিল। শ্যুটিং চলাকালীনই আহত হন অভিনেতা।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- অভিনেতা
- জন আব্রাহাম
- আহত