JIO | 5Gর থেকেও দ্রুত ইন্টারনেট পরিষেবা ও উন্নতমানের প্রযুক্তি আনছে JIO! কারা পাবেন 5.5Gর সুবিধা?

Friday, January 10 2025, 8:17 am
highlightKey Highlights

জিও সূত্রে জানা গিয়েছে, 5G নেটওয়ার্ক সার্ভিসের তুলনায় অনেকটা আধুনিক 5.5G।


এবার 5Gর থেকেও দ্রুত ও উন্নতমানের প্রযুক্তি আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা জিও! তবে এটি 6G বা 7G নয়, বরং 5.5G! জিও সূত্রে জানা গিয়েছে, 5G নেটওয়ার্ক সার্ভিসের তুলনায় অনেকটা আধুনিক 5.5G। এই নেটওয়ার্কের মাধ্যমে ফোনেই মিলবে দশ Gbps পর্যন্ত নেটের স্পিড। দ্রুত ইন্টারনেটের ব্যবস্থার সঙ্গে আরও স্থিতিশীল ও আরও কম লেটেন্সি রয়েছে এতে। অন্য দিকে, আপলোড স্পিড ছুঁয়ে ফেলবে ১ Gbp পর্যন্ত। তবে আপাতত ওয়ানপ্লাস ১৩ সিরিজের সঙ্গেই মিলবে এই 5.5G এর সুবিধা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File