ICC Annual Conference | বিশ্বমঞ্চে জনপ্রিয় ক্রিকেট! - বিশ্বকাপে আরও দল বাড়াতে চলেছেন ICC চেয়ারম্যান জয় শাহ
Wednesday, July 16 2025, 4:32 pm

সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপ ২০ দল থেকে বাড়িয়ে ২৪ দলের করার কথা ভাবছেন জয় শাহরা।
১ ডিসেম্বর থেকে আইসিসি নতুন চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। বৃহস্পতিবার থেকে আইসিসির চার দিনের বার্ষিক সাধারণ সভা শুরু হতে চলেছে। সূত্রের খবর, এই বৈঠকে টি ২০ বিশ্বকাপ নিয়ে নয়া সিদ্ধান্ত নিতে চলেছেন জয় শাহ। ২০২৬ সালে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে ২০টি দল। বিশ্বকাপে ২০টি দল থেকে বাড়িয়ে ২৪ দলের করার কথা ভাবছে আইসিসি। আসলে আইসিসি মনে করছে ইউরোপ বা আফ্রিকার মতো এলাকায় ক্রিকেট যথেষ্ট জনপ্রিয়। সেই লক্ষ্যেই ওই কন্টিনেন্টের দেশগুলিকে খেলায় অন্তর্ভুক্ত করতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
- Related topics -
- খেলাধুলা
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- আইসিসি
- জয় শাহ
- টি টোয়েন্টি
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট
- ক্রিকেটার
- চেয়ারম্যান
- টি টোয়েন্টি বিশ্বকাপ
- ক্রিকেট বিশ্বকাপ