Nehru's residence | রেকর্ড দামে বিক্রি হলো লুটিয়েন্স দিল্লির জওহরলাল নেহেরুর বাংলো, দাম উঠলো কত?
Wednesday, September 3 2025, 4:07 pm
Key Highlightsবিক্রি হয়ে গেল লুটিয়েন্স দিল্লির জওহরলাল নেহেরুর স্মৃতিবিজড়িত বাংলো। যার দাম উঠল ১ হাজার ১০০ কোটি টাকা।
দেশের সবচেয়ে হাই প্রোফাইল, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে আধুনিক এলাকা হচ্ছে লুটিয়েন্স দিল্লি। দেশের নীতি নির্ধারকদের বাসস্থান সেটি। লুটিয়েন্স দিল্লির ১৭ নম্বর মতিলাল নেহেরু মার্গ রোডের এই বাংলোই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রথম সরকারি বাসভবন। প্রধানমন্ত্রীর স্মৃতিবিজড়িত, ফলে রেকর্ড দামে বিকোলো সেই বাংলো। বেচলেন মালিকদ্বয় রাজস্থানের রাজপরিবার দুই সদস্য রাজকুমারী কক্কর এবং বিনা রানি। সূত্রের খবর, ১ হাজার ১০০ কোটি টাকায় বাংলোটি কিনেছেন দেশেরই এক নামী অ্যালকোহল বিক্রেতা শিল্পপতি।
- Related topics -
- দেশ
- জওহরলাল নেহেরু
- নয়াদিল্লি

