Jasbir Singh | পাক গুপ্তচর জসবীর সিংয়ের ফোনে মিললো ১৫০ পাকিস্তানির নম্বর! চক্ষু চড়কগাছ তদন্তকারীদের
Sunday, June 8 2025, 4:13 am
Key Highlightsজ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ জসবীর সিং। তাঁর মোবাইলের ফরেনসিক পরীক্ষা করে এবার তদন্তকারীদের হাতে এল বহু গোপন তথ্য।
গত ৭ই মে অপারেশন সিঁদুরের পর ভারতের নানা জায়গায় পাক গুপ্তচরদের খোঁজে খানাতল্লাশি শুরু করে গোয়েন্দারা। বিভিন্ন সূত্র ধরে গ্রেপ্তার করা হয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা সহ বেশ কয়েকজন পাক গুপ্তচরকে। সম্প্রতি জ্যোতি ঘনিষ্ট জসবীর সিংকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, জসবীরের সঙ্গে পাকিস্তানি গুপ্তচর শাকির ওরফে জঠ রান্ধাবার যোগাযোগ ছিল। জসবীরের মোবাইল এবং ল্যাপটপ থেকে প্রায় ১৫০ জন পাকিস্তানির ফোন নম্বর পাওয়া গিয়েছে। মিলেছে একাধিক সিমকার্ডও!

