জানুয়ারি'২১ হল গত ৬২ বছরের সর্বোচ্চ উষ্ণতম, দাবি ভারতীয় আবহাওয়া দফতরের
Tuesday, February 9 2021, 8:05 am
Key Highlights ১৯৫৮ সালের পর এই প্রথম। ২০২১ সালের জানুয়ারি মাস হল গত ৬২ বছরের সর্বোচ্চ উষ্ণতম। এখন চলছে ২০২১ সালের ফেব্রুয়ারী মাস। সকালেও মালুম হচ্ছে ঠান্ডা। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা যা ছিল, গত ৬২ বছর ধরে প্রত্যেক জানুয়ারিতে গড় তাপমাত্রা তার থেকে ছিল কম। এমন তথ্যই ভারতীয় আবহাওয়া দফতরের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। ২০২১ সালে জানুয়ারিতে দক্ষিণ ভারত জুড়ে গত তাপমাত্রা ২২.৩৩ ডিগ্রি সেলসিয়াস।