Jangipur | ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ জনতার, জঙ্গিপুরে জারি ১৬৩ ধারা!
Wednesday, April 9 2025, 4:20 am

সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুরে শান্তি ফেরাতে তৎপর প্রশাসন। এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন।
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছিল উত্তেজিত জনতা। মঙ্গলবার থেকে বিকেল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে জঙ্গিপুর। পরিস্থিতি সামলাতে রাস্তায় নামতে হয়েছে বিশাল পুলিশ বাহিনীকে। কাঁদানে গ্যাস থেকে লাঠিচার্জ, চলেছে সবই। পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি। এবার জনতা পুলিশের খন্ডযুদ্ধ থামতেই এলাকায় ১৬৩ ধারা জারি করলো প্রশাসন। ৫জন বা তার অধিক মানুষের জমায়েত নিষিদ্ধ করা হলো। আগামী ১০ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
- Related topics -
- রাজ্য
- ওয়াকফ বিল
- বিক্ষোভ
- পুলিশ প্রশাসন
- জঙ্গিপুর পুরসভা
- পশ্চিমবঙ্গ