Jan Shatabdi Express | রেললাইনে চলতে চলতেই গলে গেলো ট্রেনের চাকা! বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো জনশতাব্দী এক্সপ্রেস!
Friday, April 4 2025, 8:30 am
Key Highlightsইঞ্জিনের একটি চাকার একাংশ গলে গিয়েছে। এমনকী, সেই অংশের কারণে রেল লাইনেও কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেললাইনে চলতে চলতেই গলে গেলো ট্রেনের চাকা! বরাতজোরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো দেরাদুন নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস। আজ, শুক্রবার দেহরাদুন থেকে নয়াদিল্লি ফিরছিল জনশতাব্দী এক্সপ্রেস। কিন্তু তাপরি জংশনের কাছাকাছি পৌঁছতেই লোকো পাইলট লক্ষ্য করেন, ইঞ্জিনের চাকায় কিছু একটা সমস্যা হচ্ছে। এরপরেই সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটিকে দাঁড় করিয়ে দেখেন, ইঞ্জিনের একটি চাকার একাংশ গলে গিয়েছে। এমনকী, সেই অংশের কারণে রেল লাইনেও কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে রেল আধিকারিকদের খবর পাঠানো হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- ট্রেন
- ট্রেন দুর্ঘটনা

