জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় ভারতের পাল্টা জবাবে হত পাঁচ পাক সেনা, জখম তিন।

Friday, December 11 2020, 8:43 am
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় ভারতের পাল্টা জবাবে হত পাঁচ পাক সেনা, জখম তিন।
highlightKey Highlights

নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার পাল্টা গুলি চালনায় মৃত্যু হয়েছে পাঁচ পাক সেনার, তিনজন জখম। প্রতিরক্ষা সূত্রের খবর, পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানকোট সেক্টরে অসামরিক এলাকা নিশানা করে গুলি ও শেল ছোঁড়া হয়। পাক সেনার এই নির্বিচার গুলি বর্ষণে অসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। এরপরই ভারতীয় সেনার পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হয়। এতে পাঁচ পাক সেনা নিহত ও তিন জন জখম হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি ব্যাঙ্কারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত রাতে প্রায় দুই ঘন্টা ধরে গুলি বিনিময় চলে বলে জানা গিয়েছে।চলতি বছরের শুরু থেকেই ১৯৯৯-এ দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বারেবারেই গুলি চালিয়েছে পাকিস্তান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File