Jammu & Kashmir | দিল্লি বিস্ফোরণের জের, জম্মু কাশ্মীরে প্রতিটি গাড়িতে চলছে নাকা চেকিং!

Saturday, December 13 2025, 3:21 am
Jammu & Kashmir | দিল্লি বিস্ফোরণের জের, জম্মু কাশ্মীরে প্রতিটি গাড়িতে চলছে নাকা চেকিং!
highlightKey Highlights

মালিকানা বদল না করেই যে সমস্ত গাড়ি জম্মু-কাশ্মীরের রাস্তায় চলাচল করছে সেগুলিকে ধরতে শুরু হয়েছে বিশেষ অভিযান।


দিল্লি বিস্ফোরণের পর আত্মঘাতী গাড়ির মালিককে খুঁজতে গিয়ে মালিকানা হস্তান্তর না করা গাড়িগুলো নজরে আসে। এরপরই টনক নড়েছে গোয়েন্দাদের। জম্মু কাশ্মীরের পুলিশ সূত্রে খবর, মালিকানা বদল না করেই যে সমস্ত গাড়ি জম্মু কাশ্মীরের রাস্তায় চলাচল করছে সেগুলিকে ধরতে শুরু হয়েছে বিশেষ অভিযান। অবন্তীপোরা, পুলওয়ামা, সোপিয়ান, কুলগাম, অনন্তনাগ সহ বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। সোপিয়ান জেলায় এখনও পর্যন্ত ১৪৪টি এবং বুদগাম এলাকায় ১১টি গাড়ির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File