Puri Jagannath Temple । পুরীর জগন্নাথ মন্দিরে ধরলো ফাটল, ঘনিয়ে আসছে কোন মহাদুর্যোগ?
Monday, November 4 2024, 11:32 am
Key Highlightsআর্দ্রতার কারণে ফাটল ধরলো পুরীর জগন্নাথ মন্দিরের মেঘনাদ পচেরী নামক দেওয়ালে।
আর্দ্রতার কারণে ফাটল ধরলো পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে। মূলত ফাটল দেখা গিয়েছে মেঘনাদ পচেরী নামক প্রাচীরে, যা মূল মন্দিরকে রক্ষা করে। মন্দিরের বর্জ্যও বের হয় এই পথ দিয়ে। মন্দির কতৃপক্ষ সূত্রে খবর, মন্দিরের অভ্যন্তরে আনন্দবাজার বলে একটি জায়গায় ভোগ প্রসাদ বিতরণ করা হয়। সেখানকার নোংরা, খাবার, জল দীর্ঘদিন ধরে এই দেওয়াল বেয়ে বাইরে বেরিয়ে আসছে। এর ফলেই দ্বাদশ শতকে নির্মিত এই মন্দিরগাত্রে দেখা গিয়েছে ফাটল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মন্দির কতৃপক্ষ।

