Jadavpur University | যাদবপুর ছাত্রী মৃত্যুতে তদন্তকারীদের হাতিয়ার ঝিলপাড়ের বাথরুমের সিসিটিভি ফুটেজ!

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, যাবতীয় রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে ঝিলপাড়ের বাথরুমেই। তাই সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই রহস্যের জট খোলার চেষ্টায় তদন্তকারীরা।
গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজি আর্টস বিল্ডিংয়ের উল্টোদিকে ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে অনামিকার অচৈতন্য দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, যাবতীয় রহস্যের উত্তর লুকিয়ে রয়েছে ঝিলপাড়ের বাথরুমেই। ঝিলপাড় ও বাথরুম চত্বরে থাকা সিসিটিভিটি এমন জায়গায় রয়েছে, সোজা পথ বা পাঁচিল টপক, যে কোনওভাবে যদি বাথরুমে ঢোকে কেউ তা ধরা পড়বে ক্যামেরায়। এই ফুটেজই অনামিকা মৃত্যু রহস্যের কিনারা করতে পারে, আশা তদন্তকারীদের।
- Related topics -
- শহর কলকাতা
- যাদবপুর
- যাদবপুর ইউনিভার্সিটি
- তদন্ত কমিশন
- তদন্ত
- ইউজিসি