R G Kar-Mamata | 'এক মাস তো হল, পুজোতে ফিরে আসুন' বার্তা মুখ্যমন্ত্রী মমতার, নেটিজনদের পাল্টা 'আরজিকরের জন্য জাস্টিস নিয়েই ফিরব'
নবান্নে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’
আরজিকরে কাণ্ডের বিচারের দাবিতে বিগত ১ মাস ধরে প্রতিবাদে পথে নেমেছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আম জনতা। এরই মধ্যে নবান্নে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে..অনেক মানুষ তো ডিস্টার্বডও হন।’ তিনি আরও বলেন ‘এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’ যদিও নেটিজেনদের বক্তব্য, 'আরজিকরের জন্য জাস্টিস নিয়েই ফিরব।' ‘আরজিকরের তরুণী চিকিৎসক যতক্ষণ না বিচার পাচ্ছেন, ততক্ষণ প্রতিবাদ চলবে।’