অ্যাক্সিওম মিশন ৪

Shuanshu Shukla | ভারতের ওপরেই রয়েছেন শুভাংশুরা! কখন দেখতে পাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন?

Shuanshu Shukla | ভারতের ওপরেই রয়েছেন শুভাংশুরা! কখন দেখতে পাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন?
Key Highlights

১৪ই জুলাইয়ের আগে পৃথিবীতে ফিরবেন না ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারীরা।

১৪ই জুলাইয়ের আগে পৃথিবীতে ফিরবেন না ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ চার মহাকাশচারীরা। এমনটাই জানিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। ISS এ থাকাকালীন ইতিমধ্যেই শুভাংশুরা ২৩০ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে ফেলেছেন। এমনকি পৃথিবীকে প্রদক্ষিণের সময়ে ৯, ১০ ও ১১ জুলাই ভারতের আকাশের উপরেই থাকবেন শুভাংশুরা। জানা গিয়েছে, ১১ জুলাই রাত ২.৩৪ মিনিটে, ভোর ৪.০৯ থেকে ৪.১৫ মিনিটে এবং ১২ জুলাই সকাল ৭.৫৯ থেকে ৮.০৩ মিনিটে ভারতের আকাশ থেকে দেখার সম্ভাবনা রয়েছে স্পেস সেন্টারের।