ISRO | ২০২৭র শেষ বা ২০২৮র শুরুতে ফের চাঁদে পাড়ি দেবে ইসরো! এবার রোভারের 'ঘুম' ভাঙাতে বিশেষ পরিকল্পনা বিজ্ঞানীদের
সব ঠিক থাকলে ২০২৭র শেষ বা ২০২৮র শুরুতে আবার চাঁদে পাড়ি দেবে ইসরো।
গতবছর ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ১৪ দিন নানান পরীক্ষা নিরীক্ষা করে 'ঘুমিয়ে' পরে চন্দ্রযান ৩ এর রোভার প্রজ্ঞান। এবার কেবল ১৪ দিনের জন্য নয়, চাঁদের মাটিতে যাতে আরও বেশি সময়ের জন্য মহাকাশযান 'সজাগ' থাকতে পারে সেটারই চেষ্টায় ইসরো। চন্দ্রযান ৪ মিশনে যাতে রোভারের 'ঘুম' ভাঙানো যায় সেই ব্যবস্থাই করছেন বিজ্ঞানীরা। সব ঠিক থাকলে ২০২৭র শেষ বা ২০২৮র শুরুতে আবার চাঁদে পাড়ি দেবে ইসরো।তবে তার আগে ইসরোর ল্যান্ডারে চাঁদের মাটিতে নামবে জাপানের রোভার।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- ইসরো
- চন্দ্রাভিযান