অন্যান্য

ISRO | অ্যাক্সিওম ৪ মিশনে ভারতীয় মহাকাশচারীর সঙ্গে 'জলভালুক' পাঠাবে ইসরো! কী পরীক্ষা করতে চান বিজ্ঞানীরা?

ISRO | অ্যাক্সিওম ৪ মিশনে ভারতীয় মহাকাশচারীর সঙ্গে 'জলভালুক' পাঠাবে ইসরো! কী পরীক্ষা করতে চান বিজ্ঞানীরা?
Key Highlights

১৪ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে থেকে পরীক্ষা নিরীক্ষা করবেন শুভাংশু। জানা গিয়েছে, সেই মিশনের মাধ্যমে ইসরোও করবে পরীক্ষা.

দ্বিতীয়বার মহাকাশে যাবেন কোনও ভারতীয়। বেসরকারি মিশন, অ্যাক্সিওম ৪ মিশনের অংশ হয়ে ১৪ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে থেকে পরীক্ষা নিরীক্ষা করবেন শুভাংশু। জানা গিয়েছে, সেই মিশনের মাধ্যমে ইসরোও করবে পরীক্ষা। যার অন্যতম জলভালুক ওরফে টার্ডিগ্রেডসদের নিয়ে এক্সপেরিমেন্ট! এই 'জলভালুক'রা প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। ফলে মহাকাশে কীভাবে তারা DNAকে রক্ষা করে অথবা সারিয়ে তোলে, সেসব দেখে বিজ্ঞানীদের মহাকাশে টিকে থাকার কৌশলে নতুন কিছু করা যায় কিনা তা খুঁজে বের করার চেষ্টা হবে।