দেশস্বল্পখরচে উন্নতমানের ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর বানিয়ে করোনা মোকাবিলায় পাশে দাঁড়ালো ইসরো
ডিআরডিও-র পরে এবার দেশের এই কঠিন পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ালো ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো (ISRO)। ইসরোর বিজ্ঞানীরা এতদিন মহাকাশে পাঠানোর জন্য রকেট, উপগ্রহ তৈরী করতেন এবার তাঁরা মানুষের স্বার্থে দেশের জন্য তৈরী করছে ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেন্ট্রেটর। এই প্রযুক্তির জন্য ইসরো কোনও মূল্য নেবেনা বলে জানা যাচ্ছে। তাঁরা তিন রকমের ভেন্টিলেটর বানিয়েছেন যার নাম দেওয়া হয়েছে 'প্রাণ'। জানা যাচ্ছে এই ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর গুলির বাজারদর হবে স্বল্প।