দেশ

ISRO | যুদ্ধের আবহে দেশের নিরাপত্তা এবার মহাকাশ থেকেও! ISROর ১০টি স্যাটেলাইট দিনরাত চালাচ্ছে নজরদারি!

ISRO | যুদ্ধের আবহে দেশের নিরাপত্তা এবার মহাকাশ থেকেও! ISROর ১০টি স্যাটেলাইট দিনরাত চালাচ্ছে নজরদারি!
Key Highlights

ইসরোর চেয়ারম্যান জানান, দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের তথা ISROর অন্তত ১০টি স্যাটেলাইট দিনরাত নজরদারি চালিয়ে ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করছে।

বায়ু, স্থল, জলের পাশাপাশি এবার মহাকাশ থেকেও দেশকে রক্ষার জন্য এবং পাকিস্তানের হামলা প্রতিহত করার জন্য চলছে নজরদারি। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বড় বার্তা দিলেন ইসরোর চেয়ারম্যান। তিনি জানান, দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের তথা ISROর অন্তত ১০টি স্যাটেলাইট দিনরাত নজরদারি চালিয়ে ভারতের নিরাপত্তা সুনিশ্চিত করছে। ISRO চেয়ারম্যান এই বলেন, ‘দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে, উপগ্রহের নজরদারি জরুরি। পুরো নর্দার্ন পার্টে লাগাতার নজর রাখতে হয়। স্যাটেলাইট ও ড্রোন টেকনোলজি ছাড়া সেটা সম্ভব নয়।’