আন্তর্জাতিক

Gaza | তীব্র খাদ্য সংকটে গাজা! ইজরায়েলের হামলায় ধ্বংস ৫৭ শতাংশ কৃষিজমি!

Gaza | তীব্র খাদ্য সংকটে গাজা! ইজরায়েলের হামলায় ধ্বংস ৫৭ শতাংশ কৃষিজমি!
Key Highlights

গত ১০ মাস ধরে গাজার করুণ অবস্থা। হামাস নিধনে ইজরায়েলের অভিযানে বিধ্বস্ত হয়ে গিয়েছে গোটা গাজা ভূখণ্ড।

গত ১০ মাস ধরে গাজার করুণ অবস্থা। হামাস নিধনে ইজরায়েলের অভিযানে বিধ্বস্ত হয়ে গিয়েছে গোটা গাজা ভূখণ্ড। ধ্বংস হয়ে গিয়েছে প্রায় ৫৭ শতাংশ কৃষিজমিও। যার জন্য সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।  রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালেরঅক্টোবর থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত গাজা জুড়ে প্রায় ৫৭ শতাংশ কৃষিজমি ধ্বংস হয়ে গিয়েছে। এনিয়ে এফএও-এর ম্যাটিউ হেনরি জানিয়েছেন, প্যালেস্তিনীয়দের ভূখণ্ডের ৩০ শতাংশ অন্নসংস্থান হয় কৃষিক্ষেত্র থেকে। যা ধ্বংস হয়ে গিয়েছে।