Israel Attack on Syria | মধ্যপ্রাচ্যে ফের অশান্তি! সিরিয়ার সামরিক সদর দপ্তরে হামলা চালালো ইজ়রায়েলি সেনা!

Wednesday, July 16 2025, 1:33 pm
highlightKey Highlights

বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কাসে অবস্থিত সিরিয়ার সামরিক সদর দপ্তরে আকাশপথে হামলা চালাল ইজ়রায়েলি সেনাবাহিনী।


ফের বেজে উঠলো মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কাসে অবস্থিত সিরিয়ার সামরিক সদর দপ্তরে আকাশপথে হামলা চালাল ইজ়রায়েলি সেনাবাহিনী। দামাস্কাসে সিরিয় প্রতিরক্ষা মন্ত্রকেও হামলা চালিয়েছে ইজ়রায়েল। এই হামলাগুলি 'ওয়ার্নিং স্ট্রাইক' বা সতর্কতামূলক বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ সিরিয়ার শহর সুইদায় দ্রুজ সশস্ত্র গোষ্ঠীগুলির সঙ্গে সিরিয় সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছিল। তবে মঙ্গলবারই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু একদিনের মধ্যেই সেই চুক্তি ভেঙে যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File