Iran-Israel War । লেবাননেও ‘যুদ্ধ’ শুরু করলো ইজরায়েল! এই মুহূর্তে তিনটি ফ্রন্টে লড়াই করছে তেল আভিভ
Wednesday, October 2 2024, 6:17 pm
Key Highlightsহেজবোল্লা প্রধানের মৃত্যুর ‘বদলা’ নিতে ইহুদি দেশটিতে ভয়ংকর হামলা চালিয়েছে তেহরান।
হেজবোল্লা প্রধানের মৃত্যুর ‘বদলা’ নিতে ইহুদি দেশটিতে ভয়ংকর হামলা চালিয়েছে তেহরান। গোটা ইজরায়েল জুড়ে আছড়ে পড়ে প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল। এবার লেবাননেও ‘যুদ্ধ’ শুরু করলো ইজরায়েল। একের পর এক মিসাইল ছুড়ে হেজবোল্লার ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলি সেনা। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন তেল আভিভের ৭ জন সৈনিক। লেবাননের পাশাপাশি গাজাতেও হামলা জারি রেখেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই মুহূর্তে তিনটি ফ্রন্টে লড়াই করছে তেল আভিভ। গাজায় হামাস, লেবাননে হেজবোল্লার পাশাপাশি সংঘাত শুরু হয়েছে ইরানের সঙ্গেও।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- যুদ্ধ

