Israel | ইজরায়েলের কাছে হেজবোল্লার গুপ্তধন! বেইরুটের হাসপাতালের তলায় রয়েছে অন্তত ৫০ কোটি ডলার সহ বিপুল সোনা

Tuesday, October 22 2024, 9:06 am
Israel | ইজরায়েলের কাছে হেজবোল্লার গুপ্তধন! বেইরুটের হাসপাতালের তলায় রয়েছে অন্তত ৫০ কোটি ডলার সহ বিপুল সোনা
highlightKey Highlights

বেইরুটের একটি হাসপাতালের তলায় হেজবোল্লার গুপ্তধনের সন্ধান পেল ইজরায়েল!


বেইরুটের একটি হাসপাতালের তলায় হেজবোল্লার গুপ্তধনের সন্ধান পেল ইজরায়েল! প্রাথমিকভাবে অনুমান, সেখানে অন্তত ৫০ কোটি ডলার লুকিয়ে রেখেছে হেজবোল্লা। সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ সোনাও। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে মূলত লেবাননের রাজধানী বেইরুট, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলগুলিতেই হামলা করে ইজরায়েল। রবিবার রাতেও ৩০টি হেজবোল্লা ঘাঁটিতে আক্রমণ শানায় ইজরায়েল। এদিকে আল কার্দ আল হাসানের অন্যান্য ভবনে ইজরায়েল হামলা চালিয়েছে। তার মধ্যে একটি ভল্টে ১০ কোটি ডলার এবং সোনা ছিল বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File