Israel-Hamas War | যুদ্ধবিরতি শেষ হতেই ইজরায়েলি হামলায় মৃত্যুমিছিল গাজায়! পাল্টা রকেট ছুড়লো হামাসও!

দু’মাসের যুদ্ধবিরতি শেষ হতেই গাজায় লাগাতার হামলা চালাচ্ছ ইজরায়েল।
দু’মাসের যুদ্ধবিরতি শেষ হতেই গাজায় লাগাতার হামলা চালাচ্ছ ইজরায়েল। পাল্টা হামাসও ইজরায়েলের প্রধান শহরগুলিতে রকেট হামলা চালাচ্ছে বলে খবর। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। তার বেশিরভাগ প্রতিহত করা গিয়েছে। অন্যদিকে রবিবার গাজায় হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই হামলায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে প্যালেস্টাইনের দাবি, গত ১৮ মার্চ থেকে ইজরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইজরায়েল
- যুদ্ধ
- রকেট
- রকেট হামলা