Israel-Hamas Attack । গাজার স্কুলে হামলা! মৃত্যু অন্তত ১০০ জনের! অভিযোগ উঠলো ইজরায়েলের বিরুদ্ধে

Monday, August 12 2024, 10:19 am
Israel-Hamas Attack । গাজার স্কুলে হামলা! মৃত্যু অন্তত ১০০ জনের! অভিযোগ উঠলো ইজরায়েলের বিরুদ্ধে
highlightKey Highlights

গাজার স্কুলে হামলা চালিয়ে ইজরায়েল! সূত্রের খবর, ওই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ জনের।


গাজার স্কুলে হামলা চালিয়ে ইজরায়েল! সূত্রের খবর, ওই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ জনের। গাজার সিভিল ডিফেন্স এজেন্সির তরফে জানানো হয়েছে, শনিবার ইজরায়েল গাজা সিটির একটি স্কুলে হামলা চালিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই শরণার্থী বলে জানা গিয়েছে। যদিও ইজরায়েলি সেনার দাবি, স্কুল নয়, ওটা হামাসের কম্যান্ড সেন্টার ছিল। এই হামলায় বহু শরণার্থীর মৃত্যু হয়েছে, যারা যুদ্ধের জেরেই ঘরছাড়া হয়েছিলেন এবং গাজার এই স্কুলে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন। স্কুলের ভিতর থেকে তাদের জ্বলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File