দেশ

Terrorist Death | মৃত্যু হলো ২০০২-০৩ সালের মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত IS নেতা সাকিব আবদুল হামিদ, কী হয়েছিল?

Terrorist Death | মৃত্যু হলো ২০০২-০৩ সালের মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত IS নেতা সাকিব আবদুল হামিদ, কী হয়েছিল?
Key Highlights

মস্তিষ্কে রক্তক্ষরণে ইসলামিক স্টেট (আইএস) নেতা সাকিব আবদুল হামিদ নাচানের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে মস্তিষ্কের রক্তক্ষরণে মৃত্যু হয়েছে ২০০৩ সালের মুম্বই বিস্ফোরণে মূল অভিযুক্ত ইসলামিক স্টেট নেতা সাকিব আবদুল হামিদ নাচানের। সূত্রের খবর, সোমবার তিহাড় জেলে ব্রেন স্ট্রোক করে নাচান। দ্রুত তাঁকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দুপুর ১২টা ১০ মিনিটে মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর দেহ পরিবারকে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, ২০২৩এর মুম্বইয়ে সিরিজ বোমা বিস্ফোরণে জড়িত থাকার দায়ে নাচনকে গ্রেপ্তার করেছিল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।