ISL | নতুন চুক্তি হলেই হবে ISL! আপাতত ISL স্থগিত থাকবে বলে জানিয়ে দিলো FSDL!

Friday, July 11 2025, 2:31 pm
highlightKey Highlights

আপাতত ISL স্থগিত থাকবে বলে জানিয়ে দিলো ISL এর আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড।


ISL নিয়ে বাড়লো আরও জট। আপাতত ISL স্থগিত থাকবে বলে জানিয়ে দিলো ISL এর আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। FSDL এর পক্ষ থেকে একটি চিঠি দিয়ে ক্লাবগুলিকে জানানো হয়, AIFF ও FSDL এর মধ্যে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট বা MRA না হওয়া পর্যন্ত ISL আয়োজন করবে না FSDL। নতুন চুক্তি হলে তবেই তারা ISL আয়োজন করবে। উল্লেখ্য, চলতি বছরের ৮ ডিসেম্বর শেষ হচ্ছে AIFF ও FSDL এর মধ্যে চুক্তি। সেই সময় পর্যন্ত ISL এর এক তৃতীয়াংশ শেষ হয়ে যাবে। এদিকে নতুন করে চুক্তির জন্য কিছু চূড়ান্ত হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File