ISL 2024-25 | আইএসএলে স্বপ্নভঙ্গ লালহলুদের, লাল কার্ড খাওয়ার রেকর্ড গড়ে ৪-০ হারলো ইস্টবেঙ্গল
Saturday, March 8 2025, 4:57 pm

নর্থ ইস্টের কাছে ৪:০ হেরে এবারের মতো আইএসএল অভিযান শেষ ইস্টবেঙ্গলের।
আইএসএলের শীর্ষ দৌড় থেকে আগেই বেরিয়ে গিয়েছিলো লাল হলুদ। এবার লিগ পর্বের শেষ অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে লজ্জাজনক হার ইস্টবেঙ্গলের। নর্থ ইস্টের কাছে ৪:০ গোলে হেরে এবারের মতো আইএসএল অভিযান শেষ করলো অস্কার ব্রুজোর দল। এদিনকার ম্যাচে দলের সঙ্গে শিলংয়ে যাননি কোচ ব্রুজো। গোটা ম্যাচে আবারও কার্ড সমস্যায় ভুগেছে লাল হলুদ। শেষ ম্যাচেও লাল কার্ড দেখেছে তন্ময় দাস। এই মরশুমে ২৮ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল হলুদ ব্রিগেডকে।
- Related topics -
- খেলাধুলা
- ইমামি ইস্টবেঙ্গল
- ইস্টবেঙ্গল
- আইএসএল
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- কলকাতা ডার্বি