শহর কলকাতা

Kolkata ISKCON | এবার সুখোই যুদ্ধবিমানের চাকায় কলকাতার রাস্তায় চলবে ইসকনের রথ!

Kolkata ISKCON | এবার সুখোই যুদ্ধবিমানের চাকায় কলকাতার রাস্তায় চলবে ইসকনের রথ!
Key Highlights

ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, গত ৪৮ বছর ধরে বোয়িং ৭৪৭ বিমানের চাকা ব্যবহার করে জগন্নাথদেবের রথ চালানো হয়েছে। কিন্তু সেই চাকা পুরোনো হয়েছে।

এবার সুখোই যুদ্ধবিমানের চাকায় চলবে ইসকন কলকাতার রথ। ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, গত ৪৮ বছর ধরে বোয়িং ৭৪৭ বিমানের চাকা ব্যবহার করে জগন্নাথদেবের রথ চালানো হয়েছে। কিন্তু সেই চাকা পুরোনো হয়েছে। এদিকে বোয়িংয়ের যে চাকা রথে ব্যবহার করা হত, সেটার সঙ্গে সুখোইয়ের চাকার মিল পাওয়া যায়। এরপর ওই চাকা প্রস্তুতকারক সংস্থা এমআরএফের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা সুখোই যুদ্ধবিমানের চাকা দিতে রাজি হয়। সব ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নয়া চাকা নিয়ে পুরোপুরি তৈরি হয়ে যাবে রথ।