দেশ

Punjab | ISI-এর নাশকতার ছক বানচাল, পাঞ্জাবে ধৃত ৫, উদ্ধার বিপুল পরিমান পিস্তল, কার্তুজ, নগদ টাকা

Punjab | ISI-এর নাশকতার ছক বানচাল, পাঞ্জাবে ধৃত ৫, উদ্ধার বিপুল পরিমান পিস্তল, কার্তুজ, নগদ টাকা
Key Highlights

অস্ত্র উদ্ধারের পাশাপাশি এই কাজে যুক্ত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বাধীনতা দিবসের আগেই ভারতে ISI নাশকতার ছক বানচাল করলো গোয়েন্দারা। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব এক্স হ্যান্ডলে লিখেছেন, গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্যে অভিযান চালায় অমৃতসর গ্রামীণ পুলিশ। এই অভিযানে ধৃত জোবানজিৎ সিংহ ওরফে জোবান, গোরা সিংহ, শেনশান ওরফে শালু, সানি সিংহ এবং জসপ্রীত সিংহ পাঞ্জাবের বাসিন্দা। অভিযুক্তদের কাছে ১টি AK সাইগা ৩০৭ রাইফেল, দু’টি ম্যাগাজিন, দু’টি পিস্তল, ৯০টি কার্তুজ, নগদ সাড়ে সাত লক্ষ টাকা, একটি গাড়ি এবং তিনটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।