IRCTC Online Ticket For Pets | অনলাইনেই বুক করুন আপনার পোষ্যের ট্রেনের টিকিট!
পোষ্যকে নিয়ে ট্রেনে যাত্রা করা এখন হয়ে গেলো আরো সুবিধার। অনলাইনেই বুক করতে পারবেন পোষ্যের টিকিট।
পোষ্যকে নিয়ে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে নানান সমস্যার মুখোমুখি হতে হয় পোষ্য অভিভাবককে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পোষ্যের জন্য টিকিট কাটা, একাধিক কাগজপত্র দেওয়া, কেবিন বা কুপ বুক করার মতো একাধিক খাটনির সম্মুখীন হতে হয় চার পায়ে সদস্যের পরিবারকে। তবে এই সমস্যাগুলির সমাধান করতে চলেছে ভারতীয় রেলওয়ে (Indian Railway)। এবার অনলাইনেই বুক করতে পারবেন পোষ্য কুকুর-বিড়ালের জন্য টিকিট।
সম্প্রতি রেল মন্ত্রকের তরফ থেকে পোষা কুকুর এবং বিড়ালদের জন্য অনলাইন টিকিট বুকিং সুবিধা শুরু করার জন্য প্রস্তাব পেশ করা হয়েছে। সূত্রের খবর, এসি-১ (AC-1) ক্লাসের ট্রেনগুলিতে পোষ্য প্রাণীদের জন্য অনলাইনে টিকিট বুক করা যাবে। প্রস্তাব অনুযায়ী পোষ্য প্রাণীদের ট্রেনে ভ্রমণের জন্য টিকিট বুক করতে পারবেন টিটিইও (TTE)।
পোষ্যদের ভ্রমণের জন্য অনলাইনে এই ব্যবস্থা আন্তে ইতিমধ্যেই সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম বা সিএরআইসি (Center for Railway Information System)-কে সফ্টওয়্যারে পরিবর্তন করতে বলা হয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ডের (Indian Railway Board) তরফ থেকে। এর ফলে আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট থেকেই অনায়াসে পোষ্য কুকুর বা বিড়ালের জন্য বুক করা যাবে ট্রেনের টিকিট।
ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনের প্রথম চার্ট তৈরি হওয়ার পর মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে অনলাইনে পোষ্যের জন্য বুক করা যাবে টিকিট। কিন্তু যাত্রী অর্থাৎ পোষ্যের অভিভাবকের টিকিট নিশ্চিত হলেই তার পোষ্যের টিকিট নিশ্চিত হবে। এছাড়াও সুরক্ষার জন্য এসএলআর কোচে (SLR coach) রাখা হবে পোষ্যদের। ট্রেন স্টপেজ দিলেই অর্থাৎ যাত্রার পথে কোনও স্টেশনে দাঁড়ালে পোষ্যদের জল, খাবার ইত্যাদি সরবরাহ করতে পারবেন তাদের অভিভাবক।
পোষ্যকে নিয়ে ট্রেনে ভ্রমণের জন্য কী কী থাকা প্রয়োজন? | Essentials For Train Travel With Pets?
অনলাইনে আপনার পোষ্যের জন্য ট্রেনের টিকিট বুক করতে প্রথমে, অনলাইনে আপনার নিজের টিকিট বুক করুন এবং এর একটি ফটোকপি নিয়ে রাখুন। এরপর নিশ্চিত করুন যে আপনার পোষা প্রাণীর সমস্ত প্রয়োজনীয় টিকা আছে এবং সেই টিকার তথ্য, সার্টিফিকেটগুলো নিজের কাছে রাখুন। গন্তব্যস্থলের জন্য ট্রেন ছাড়ার ২৪ থেকে ৪৮ ঘন্টা আগে আপনার পোষ্যকে ডাক্তারের কাছে নিয়ে মেডিক্যাল চেকআপ করান এবং ডাক্তারের থেকে ফিটনেস শংসাপত্র সংগ্রহ করুন। এছাড়া অবশ্যই ট্রেনে যাত্রার সময় পোষ্যের জন্য জল, খাবার এবং তার পছন্দের খেলনা নিতে ভুলবেন না।
পোষ্যকে নিয়ে ট্রেনে যাত্রার জন্য আইআরসিটিসি-র নির্দেশিকা | IRCTC Guidelines For Traveling with Pets in Trains :
অনলাইনে পোষ্যের জন্য টিকিট বুক করতে পারার সুবিধার কথা জেনে বেশ খুশি পোষ্য অভিভাবকরা। তবে এক্ষেত্রে মানতে হবে বেশ কিছু শর্ত।
- ট্রেনে পোষ্যের টিকিট বুক করার আগে বুক করতে হবে যাত্রী অর্থাৎ পোষ্যের অভিভাবকের টিকিট। যদি যাত্রীর টিকিট বাতিল করেন সেক্ষেত্রে পোষ্যের টিকিটের কোনো টাকা ফেরত পাওয়া যাবেনা। ট্রেন বাতিল বা তিন ঘণ্টার বেশি দেরি হলেও পোষ্যের টিকিটের দাম ফেরত পাওয়া যাবেনা, পাওয়া যাবে যাত্রীর টিকিটের দাম।
- ট্রেনে যাত্রার সময় পোষ্যের খেয়াল রাখার জন্য অবশ্যই একজনকে সঙ্গে থাকতে হবে। পোষ্যের কোনও ক্ষতি হলে তার দায়িত্ব নেবে না রেল কর্তৃপক্ষ।
- বুকিংয়ের জন্য ট্রেন ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে আপনার পোষ্য কুকুর বা বিড়ালকে লাগেজ অফিসে (baggage office) আনতে হবে।
- আপনি যদি আপনার পোষ্যকে আপনার সঙ্গে এসি ফার্স্ট ক্লাস (AC First Class) বা ফার্স্ট ক্লাস কুপে (First Class Coupe) নিয়ে যেতে চান তাহলে আপনাকে দিতে হবে প্রযোজ্য লাগেজ ফি।
- আপনার পোষ্যকে এসি টু টায়ার (AC 2 Tier), এসি থ্রি টায়ার (AC 3 Tier), এসি চেয়ার কার (AC Chair Car), স্লিপার ক্লাস (Sleeper Class) বা দ্বিতীয় শ্রেণীর (Second Class) কামড়াতে নিয়ে যেতে পারবেন না। অন্য যাত্রী আপনার পোষ্যকে নিয়ে অভিযোগ জানালে পোষ্যকে নিয়ে যাওয়া হবে গার্ডের ভ্যানে (guard's van)।
- অবশ্যই পোষ্যের একটি শংসাপত্র (Certificate) থাকতে হবে। যাতে পোষ্যের জাত, রঙ এবং লিঙ্গ সম্পর্কে সঠিক তথ্য থাকতে হবে।
উল্লেখ্য, আগে পোষ্যদের ট্রেনে যাত্রার জন্য টিকিট কাটতে পোষ্য অভিভাবকদের প্রথম শ্রেণীর এসি টিকিট, কেবিন বা কুপ বুক করতে হতো। ভ্রমণের দিনে প্ল্যাটফর্মে পার্সেল বুকিং কাউন্টারে গিয়ে পুরো কুপটি সংরক্ষণ করতে হতো। এরপরেও নানা সমস্যায় পড়তে হতো পোষ্য অভিভাবকদের । ফলে অনলাইনে পোষ্যদের টিকিট বুক করার ঘটনায় বেশ খুশি ভ্রমণপ্রেমী ও পোষ্য অভিভাবকরা।
- Related topics -
- লাইফস্টাইল
- ভারতীয় রেলওয়ে
- আইআরসিটিসি