Khamenei | ক্রমাগত হামলা ইজরায়েল সেনার, সপরিবারে বাঙ্কারে আশ্রয় নিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই!
Monday, June 16 2025, 6:58 am
Key Highlightsগত শুক্রবার থেকে শুরু হয়েছে ইরান ইজরায়েলের মধ্যে সংঘর্ষ। ক্রমাগত দুই দেশ একে ওপরের ওপর হামলা চালিয়েই যাচ্ছে।
গত শুক্রবার থেকে শুরু হয়েছে ইরান ইজরায়েলের মধ্যে সংঘর্ষ। ক্রমাগত দুই দেশ একে ওপরের ওপর হামলা চালিয়েই যাচ্ছে। এই আবহে শোনা যাচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই সপরিবারে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। এর আগেও ইজ়রায়েল যখন হামলা চালিয়েছিল, সেই সময় খামেনেইয়ের পরিবার বাঙ্কারে আশ্রয় নিয়েছিল। তবে, এ বারে সপরিবারে খামেনেইয়ের নিরাপদ বাঙ্কারে আশ্রয় নেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কারণ খামেনেইয়ের আশ্রয় নেওয়ার ঘটনা এটাই জানাচ্ছে ইরানের সুপ্রিম লিডার দেশের কোথাও আর নিরাপদ নন।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - ইরান
 - ইজরায়েল
 - ইজরায়েল
 

 