Iran | শুক্রে ব্রিটেন, ফ্রান্স, জার্মানির সঙ্গে বৈঠকে বসবে ইরান! সহযোগিতায় রয়েছে আমেরিকাও!
Thursday, June 19 2025, 3:59 pm
Key Highlightsশুক্রবার ইউরোপের তিন দেশের সঙ্গে জেনেভায় বৈঠকে বসতে রাজি হয়েছে ইরান।
ইরান ইজরায়েলের যুদ্ধ আর সীমাবদ্ধ নেই দুই দেশের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'নাক' গলানোর জন্য বেঁধে যাতে পারমাণবিক যুদ্ধ, ধ্বংস হতে পারে পৃথিবী। সেই আশঙ্কায় বৃহস্পতিবারই ওয়াশিংটনকে সতর্ক করেছে রাশিয়া। এই আবহে শুক্রবার ইউরোপের তিন দেশের সঙ্গে জেনেভায় বৈঠকে বসতে রাজি হয়েছে ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকের সহযোগিতায় রয়েছে আমেরিকাও।

