Iran-Israel | ইজ়রায়েলের হামলার জবাবে ১০০ মিসাইল ছুড়লো ইরান! প্রবল ক্ষয়ক্ষতি জেরুয়াজালেম-তেল আভিভে
Saturday, June 14 2025, 3:15 am
Key Highlightsআশঙ্কা সত্যি করে বড়সড় পাল্টা প্রত্যাঘাত হানল ইরান। শুক্রবার রাতে মাত্র ৬৫ মিনিটের মধ্যে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান।
শুক্রবার ভোরে ইরানে ৩৩০টিরও বেশি জায়গায় হামলা চালায় ইজরায়েল। হামলার ১২ ঘন্টা পরই পাল্টা আঘাত হানলো ইরান। সূত্রের খবর, শুক্রবার রাতে মাত্র ৬৫ মিনিটের মধ্যে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা তেল আভিভ। তেল আভিভ এবং জেরুজালেমে বহু সাধারণ মানুষ আহত হয়েছেন বলে খবর। সাধারণ মানুষকে নিশানা করায় ক্ষুদ্ধ ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাতজ। ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, কমান্ডার ইন চিফের নেতৃত্বে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ শুরু করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ইজরায়েল
- গাজা
- ড্রোন হামলা
- আত্মঘাতী হামলা
- হামলা
- রকেট হামলা
- দুষ্কৃতী হামলা
- বিমান হামলা
- যুদ্ধ
- পরমাণু অস্ত্র

