Iran Airspace | শুধুমাত্র ভারতীয়দের জন্য আকাশসীমা খুলে দিল ইরান সরকার! দেশে ফিরছেন আটকে পড়া ভারতীয়রা!
Friday, June 20 2025, 12:36 pm
Key Highlightsইরান থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে আসা প্রথম ফ্লাইট শুক্রবার রাত ১১টায় নামতে পারে বিল:
শুধুমাত্র ভারতীয়দের জন্য আকাশসীমা খুলে দিল ইরান সরকার! ইজ়রায়েলের সঙ্গে 'যুদ্ধ' শুরু হওয়ার পর আকাশসীমা বন্ধ করে রেখেছে ইরান। এ দিকে ইরানে বহু ভারতীয় থাকেন। সেখান থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধু চালু করেছে ভারত সরকার। সেই বিমান যাতে উড়তে পারে, তার জন্যই শুধুমাত্র ভারতীয়দের জন্য আকাশসীমা খুলে দিল ইরান সরকার। জানা গিয়েছে, ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে আসা প্রথম ফ্লাইট শুক্রবার রাত ১১টায় নামতে পারে দেশে। শনিবার সকালে এবং সন্ধ্যায় আরও ২টি ফ্লাইট আসতে পারে বলে খবর।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- ভারত
- দেশ
- যুদ্ধ

