খেলাধুলা

২রা এপ্রিল ২০২২-এ শুরু হতে চলেছে আইপিএল, চেন্নাইয়ে হতে পারে উদ্বোধন!

২রা এপ্রিল ২০২২-এ শুরু হতে চলেছে আইপিএল, চেন্নাইয়ে হতে পারে উদ্বোধন!
Key Highlights

পরবর্তী আইপিএল হতে চলেছে দেশের মাটিতেই। সূত্রের খবর অনুযায়ী আগামী বছর ২রা এপ্রিল শুরু হতে পারে এই কোটিপতি লিগ।

এখনও পর্যন্ত পরবর্তী আইপিএল সংক্রান্ত কোনো তথ্য সরকারিভাবে ঘোষণা করা হয়নি । তবে সূত্রের খবর, ২০২২ সালের ২রা এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল। উদ্বোধনী অনুষ্ঠানও চেন্নাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ায় দক্ষিণের শহরে আইপিএলের মহাযজ্ঞ শুরু হতে পারে

এবারে চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ায় আইপিএলের মহাযজ্ঞ শুরু হতে পারে দক্ষিণের শহর গুলিতে। আটের বদলে এবারের আইপিএল হবে দশ দলের। আহমেদাবাদ এবং লখনউ থেকে অংশ নেবে দুটো দল। 

দু'মাস ধরে চলবে আইপিএল 

২০২২ সালের আইপিএলে মোট ১০টি দল নিয়ে ৭৪ টি ম্যাচ হওয়ার কথা। দলের সংখ্যা বাড়াতে স্বাভাবিক ভাবেই ম্যাচের সংখ্যাও বাড়বে। জানা যাচ্ছে প্রায় দু'মাস ধরে এই আইপিএল চলবে। জুন মাসের প্রথমদিকে শেষ হতে পারে টুর্নামেন্ট। 

লিগের ফরম্যাট একই থাকবে। প্রত্যেক দল ১৮ টি ম্যাচ খেলবে ; ৯ টি হোম এবং ৯ টি অ্যাওয়ে। চেন্নাইয়ে জাঁকজমক সহকারে আইপিএলের উদ্বোধন করতে চান কর্তারা। তবে এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। 

জাঁকজমক ভাবেই চেন্নাইয়ে আইপিএলের উদ্বোধন করতে চান কর্তারা। তবে এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। সবটাই কানাঘুষো শোনা যাচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, পরের বছর আইপিএল ভারতেই করতে চান।


Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Ragging | র‌্যাগিংয়ের জেরে মৃত্যু প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার! টানা ৩ ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখে সিনিয়ররা
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
India’s First Hydrogen Train | এবার জল দিয়েই চলবে ট্রেন! ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চলবে ডিসেম্বরেই
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali