খেলাধুলা

Ind-Pak Tension | লাগাতার হামলা, ব্ল্যাকআউট স্টেডিয়ামে, ধরমশালায় স্থগিত পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ!

Ind-Pak Tension | লাগাতার হামলা, ব্ল্যাকআউট স্টেডিয়ামে, ধরমশালায় স্থগিত পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ!
Key Highlights

ধর্মশালায় আজ চলছিল পঞ্জাব কিংস ও দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচ। উত্তপ্ত পরিস্থিতিতে মাঝ পথে বন্ধ করে দেওয়া হল আইপিএলের ম্যাচ।

ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে লাগাতার মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। এর জেরে ভারতে বন্ধ হলো আইপিএল ম্যাচ। ধর্মশালায় আজ চলছিল পঞ্জাব কিংস ও দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচ। সূত্রের খবর, রাত সাড়ে আটটার দিকে পাক সেনার ক্রমাগত ড্রোন হামলার খবর আসতেই ব্ল্যাক আউট করে দেওয়া হয় স্টেডিয়াম। স্টেডিয়ামে হামলার আশঙ্কায় স্থগিত হয় ম্যাচ। দুই টিমের ক্রিকেটারদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শকদেরও নিরাপদে মাঠ ছাড়তে অনুরোধ করেছে কতৃপক্ষ। অমীমাংসিত ভাবে শেষ হয়েছে খেলা।