IPL Auction | ডিসেম্বরেই আইপিএলের নিলাম! তবে দেশ নয়, আয়োজকদের পছন্দ বিদেশের মাটিই

এবারও মধ্য প্রাচ্যের কোনও শহরে নির্ধারিত হতে পারে একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ।
এবছর ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি, তা জানাতে হবে ১৫ নভেম্বরের মধ্যেই। ভারতীয় বোর্ড সূত্রে খবর, যাতায়াতব্যবস্থার সুবিধা এবং আইপিএলের প্রচার বাড়ানোর লক্ষ্যে গত দুই বারের মতো এবারও আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে পারে বিদেশে। এবারও দুবাই কিংবা জেড্ডার মতো মধ্য প্রাচ্যের কোনও শহরে একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নিলাম হবে। সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত ও কাতারের মত দেশগুলি নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নিতে শুরু করেছে বোর্ড।
