খেলাধুলা

IPL 2024 Auction | প্রায় ২৫ কোটিতে স্টার্ককে কিনে রেকর্ড ভাঙলো 'নাইট! কেমন হলো কেকেআরের দল? দেখুন আইপিএল নিলাম ২০২৪ এর খুঁটিনাটি!

IPL 2024 Auction | প্রায় ২৫ কোটিতে স্টার্ককে কিনে রেকর্ড ভাঙলো 'নাইট! কেমন হলো কেকেআরের দল? দেখুন আইপিএল নিলাম ২০২৪ এর খুঁটিনাটি!
Key Highlights

আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স প্রায় ২৫ কোটিতে কিনলেন স্টার্ককে। একটি বল করার জন্য ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা পারিশ্রমিক পাবেন তিনি। এছাড়াও আইপিএল ২০২৪ নিলামে হয়েছে আরও আকর্ষণীয় ঘটনা।

বেজে গিয়েছে ভারতের ক্রিকেট মহাযুদ্ধ আইপিএল ২০২৪ (IPL 2024) এর দামামা। ১৯সে ডিসেম্বর, মঙ্গলবার, দুইবাইয়ে আয়োজিত হলো আইপিএল ২০২৪ নিলাম (IPL 2024 Auction)। বলা যেতে পারে এই নিলামে দেশ-বিদেশের ৩৩০ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হল। ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের দলের ফাঁক ফোকর মেটানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। কোটি কোটি টাকায় ক্রিকেটার কেনে আইপিএল ২০২৪ (IPL 2024) টুর্নামেন্টের দল কর্তৃপক্ষ। উল্লেখ্যভাবে, আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স (IPL Auction Kolkata Knight Riders) আইপিএলের ইতিহাসে তৈরী করে রেকর্ড। সঙ্গে দেখা যায় বিশ্বকাপ বিজয়ী অজি ক্রিকেটারদের আকাশ ছোঁয়া 'চাহিদা' ও মূল্যও! এক নজরে দেখে নিন আইপিএল নিলাম ২০২৪ (IPL Auction 2024) এ কী কী হলো।

আইপিএল ২০২৪  এর সবথেকে মূল্যবান ক্রিকেটার:

এ বারের আইপিএল নিলাম (IPL Auction) এ সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার তারকা বোলার মিচেল স্টার্ক। তাঁকে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স (IPL Auction Kolkata Knight Riders) কিনেছে। উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি দামে মিচেল স্টার্ককে দলে নেয় গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। বলা বাহুল্য, কেকেআর যদি প্লে-অফে না ওঠে, তাহলে লিগের ১৪টি ম্যাচ খেলেই প্রায় ২৫ কোটি টাকা পকেটে পুরবেন স্টার্ক। ১৪টি লিগ ম্যাচের জন্য ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা মানে প্রতি ম্যাচের জন্য স্টার্ক ১ কোটি ৭৬ লক্ষ ৭৮ হাজার ৫৭১ টাকা পাবেন। অর্থাৎ তিনি ২০২৪ আইপিএলের প্রতিটি লিগ ম্যাচে ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করলে ওভার পিছু ৪৪ লক্ষ ১৯ হাজার ৬৪২ টাকা পারিশ্রমিক পাবেন। অঙ্কের হিসেব অনুযায়ী, মিচেল স্টার্ক কেকেআরের হয়ে একটি বল করার জন্য ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা পারিশ্রমিক পাবেন।

আইপিএল ২০২৪-এ দাপট 'বিশ্বকাপ বিজয়ী' অজি ক্রিকেটারদের :

আইপিএল নিলাম ২০২৪ (IPL Auction 2024) এ দেখা গেল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মূল্য। প্রথমেই বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক প্যাট কামিন্সকে ২০.৫০ কোটিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এর পরে মিচেল স্টার্ক সেই রেকর্ডটি ভেঙে ফেলেন ঘণ্টা খানেকেই। তাঁকে কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ কোটিতে কিনে নেয়।

আইপিএল ২০২৪ নিলামে সবচেয়ে দামী খেলোয়াড় :

আইপিএল ২০২৪ নিলাম (IPL 2024 Auction) এ সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। তাকে  ২৪.৭৫ কোটিতে কিনে নেয় কেকেআর। এরপর অজি অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছে। এ বারের নিলামে দ্বিতীয় দামি বিদেশি ক্রিকেটার কামিন্স। আইপিএল-২০২৪ এর মিনি নিলামে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারেল মিচেল। তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।  ওয়েস্ট ইন্ডিজের তারকা বোলার আলজারি জোসেফ এ বারের আইপিএল নিলামের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারদের তালিকায় চারে রয়েছেন। তাঁকে ১১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে আইপিএল নিলাম থেকে কিনেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার রাইলি রোসোও রয়েছেন আইপিএল নিলামের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারদের তালিকায়। তাঁকে ৮ কোটি টাকা দিয়ে দুবাইতে হওয়া আইপিএলের মিনি নিলামে কিনেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। এছাড়া আইপিএল নিলাম (IPL Auction)-এ ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারহিটার রোভম্যান পাওয়েলকে ৭ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনেছে। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটারদের তালিকায় তিনি রয়েছেন ছয় নম্বরে। এছাড়াও হর্ষাল প্যাটেলকে আবার পঞ্জাব কিংস ১১.৭৫ কোটিতে কেনে। আনক্যাপড ব্যাটসম্যান সমীর রিজভিকে ৮.৪ কোটিতে কেনে সিএসকে,  কুমার কুশাগ্রাকে ৭.২০ কোটিতে কিনেছে দিল্লি। শাহরুখ খানকে ৭.৪০ কোটি টাকায় কিনেছে গুজরাট টাইটান্স।

আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স :

 আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মি়চেল স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। অজি তারকার জন্য ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছে নাইটরা। এরপর কেকেআরের দল কেমন হবে সেদিকেই নজর ছিল সবার।  নিলাম থেকে মোট ১০ প্লেয়ারকে নিলাম থেকে কিনেছে কেকেআর।মোট ২৩ জনের স্কোয়াড হয়েছে। আরও ২ জন ক্রিকেটার কিনতে হবে নাইটদের। ৩২.৭ কোটি নিয়ে নিলামে নেমেছিল কলকাতা। এখন হাতে রয়েছে আর ১.৩৫ কোটি টাকা।

  • কেকেআরের পুরো স্কোয়াড: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক , অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন।
  •  কেকেআরে রিটেন করা খেলোয়াড়: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
  • নিলাম থেকে ১০ জনকে কিনল কেকেআর: মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা), শেরফেন রাদারফোর্ড (১.৫ কোটি), মুজিব উর রহমান (২ কোটি), গুস অ্যাটকিনসন (১কোটি ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ ),মনীশ পান্ডে (৫০ লক্ষ), অঙ্গকৃশ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), সাকিব হুসেন (২০ লক্ষ )।

উল্লেখ্য, ১০টি দল আইপিএল নিলাম থেকে ৭৭ জন ক্রিকেটারকে কিনতে পারত। সেখানে ৭২ জন ক্রিকেটারকে ২৩০ কোটি ৪৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে ১০ ফ্র্যাঞ্চাইজি। মোট ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন এই মিনি নিলামে। সবমিলিয়ে এবারের আইপিএলের মিনি নিলামে মোট ৩৩৩ জনের নাম ওঠার কথা ছিল। শেষপর্যন্ত নাম উঠল ১০৫ জনের। প্রসঙ্গত, আইপিএল ২০২৪ সময়সূচী (IPL 2024 Schedule) সম্পর্কে জানা যাচ্ছে, নতুন বছরের মার্চ মাসের ২৩ তারিখ থেকে শরু হতে পারে ক্রিকেটের মহোৎসব। আইপিএল ২০২৪ সময়সূচী (IPL 2024 Schedule) অনুযায়ী এই টুর্নামেন্ট চলবে ২৯ শে মে পর্যন্ত। শোনা যাচ্ছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল।


Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Aurora in India | ব্রিটেন, ফ্রান্স, ইতালি থেকে লাদাখ! অন্ধকার আকাশে অরোরার রংবেরঙের খেলা! তবু কেন উদ্বেগ বৈজ্ঞানিকদের মধ্যে?দেখুন ভিডিও!
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
আজকের সেরা খবর | ২০১৯ সালের তুলনায় কম! ২০২৪ এর লোকসভার চতুর্থ দফার ভোটে বাংলার আট আসনে ভোটদানের হার জানালো কমিশন!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য